কলকাতার রাজধানী দিল্লি শহরে ২৭০ জন অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নেওয়া হবে । এই কাজের জন্য কারো কোন দক্ষতা থাকলে তাঁরা আবেদন জানাতে পারেন ।
আপনাদের দিল্লি শহরে অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো খুবই প্রয়োজন ‘আপনাদের সহ যোগিতা আকান্ত কাম্য।
-ঃকে কোন কাজের জন্য যোগ্যঃ-
(১) জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল) –
এই কাজের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা সুযোগ পাবেন ।
বয়স বিভাগঃ-
এই কাজের জন্য নুন্যতম বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । এই পদের জন্য মোট ২২০ টি স্থান রয়েছে ।
(২) জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেক/ মেকা )-
ইলেক্টিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য ।
বয়স বিভাগঃ-
এই কাজের জন্য নুন্যতম বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । এই পদের জন্য মোট ৩৫ টি স্থান রয়েছে ।
(৩) প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টঃ-
প্ল্যানিং বা , আর্কিটিকচারের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য ।
বয়স বিভাগঃ-
এই কাজের জন্য সিমিত বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
ওপরের সমস্ত পদের জন্য যথারীতি বয়স গুনতে হবে হবে ১০-০৭-২০২২ এর হিসাবে । তপশিলি , ও. বি. সি . ‘রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবে ।
এই পদের বিঞ্জপ্তি নং — ০৩/২০২২/ Rectt.cell / pers/ DDA.
অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে ।
দরখাস্ত করবেন অনলাইনে , ১০ জুলাইয়ের মধ্যে ।
পরিক্ষার ফীঃ- পরিক্ষার ফী বাবদ ১০০০ টাকা । তপশিলি, প্রতিবন্ধী , মহিলা, প্রাক্তা সময় কর্মীদের ফী লাগবে না ।
ওয়েবসাইটঃ- www.dda.gav.in – এই জন্য বৈধ্য একটি ী-মেল আই. ডি থাকতে হবে । আই ওয়েবসাইট এর মাধ্যমে সমস্ত তথ্য পাবেন ।