ভারতীয় স্থলবাহিনী ‘অগ্নিপথ’ স্কিমে ‘অগ্নিবীর’ পদে ৪ বছরের চুক্তিতে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। আর্মি রিঞ্জুটিং অফিস সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করবেন এইসব পদে ।
শুন্যপদঃ- (১) অগ্নিবির (জেনারেল ডিউটি)। (২) অগ্নিবির (টেকনিক্যাল) । (৩) অগ্নিবির (টেকনিক্যাল) (আভিয়েশন অ্যান্ড আমিউনিশন )। (৪) অগ্নিবির ক্লাক / স্টোবকিপার (টেকনক্যাল)। (৫) অগ্নিবির (ট্রেডসম্যান)।
(১) অগ্নিবির (জেনারেল ডিউটি)ঃ- যেকোনো শাখা থেকে মাধ্যমিক ছেলেমেয়েরা পরীক্ষায় সববিষয়ে অন্তত ৩৩% নম্বর পেয়েছে তাঁরা আবেদন জানাতে পারে ।
বয়সঃ- এরজন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে
উচ্চতাঃ- লম্বায় অন্তত পক্ষে হতে হবে ১৬৯ সেমি।
বুকেরছাতিঃ- বুকেরছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি ।
ওজনঃ- ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি ।
(২) অগ্নিবির (টেকনিক্যাল)ঃ- ফিজিক্স, কেমিস্ট্রি , অংক ও ইংরাজি অন্যতম বিষয়ের হিসাবে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট ৫০% নম্বর জানাতে পারেন ।
বয়সঃ- এরজন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে
উচ্চতাঃ- লম্বায় অন্তত পক্ষে হতে হবে ১৬৯ সেমি।
বুকেরছাতিঃ- বুকেরছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি ।
ওজনঃ- ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি ।
(৩) অগ্নিবির (টেকনিক্যাল) (আভিয়েশন অ্যান্ড আমিউনিশনঃ- যেকোনো শাখা থেকে সায়েন্স নিয়ে পাশ ছেলেমেয়ে উচ্চমাধ্যমিকে ৫০%নম্বর পেয়ে থাকলে চাকরির জন্য যোগ্য।
বয়সঃ- এরজন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে
উচ্চতাঃ- লম্বায় অন্তত পক্ষে হতে হবে ১৬৯ সেমি।
বুকেরছাতিঃ- বুকেরছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি ।
ওজনঃ- ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি ।
(৪) অগ্নিবির ক্লাক / স্টোবকিপার (টেকনক্যাল)ঃ- আর্টস , সায়েন্স ও কমার্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট ৬০% নম্বর ও অঙ্ক / আকাউন্টস/ বুক কিপিং বিষেয় অন্তত ৫০% নম্বর ও উচ্চমাধ্যমিক ৫০% নম্বর পেয়ে থাকলে ।
বয়সঃ- এরজন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে
উচ্চতাঃ- লম্বায় অন্তত পক্ষে হতে হবে ১৬২ সেমি।
বুকেরছাতিঃ- বুকেরছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি ।
ওজনঃ- ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি ।
(৫) অগ্নিবির (ট্রেডসম্যান)ঃ- ক্লাস এইট পাশ ছেলেরা মাধ্যমিক প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে থাকলে আবেদন জানাতে পারে ।
বয়সঃ- এরজন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে
উচ্চতাঃ- লম্বায় অন্তত পক্ষে হতে হবে ১৬৯ সেমি।
বুকেরছাতিঃ- বুকেরছাতি ফুলিয়ে ৮১ সেমি ও না ফুলিয়ে ৭৬ সেমি ।
ওজনঃ- ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি ।
সেনাবাহিনিতে কর্মরত সৈনিক বা, প্রাক্তন সমরকর্মীর ছেলেরা উচ্চতায় ২ সেমি , ওজনে ২ সেমি, ও বুকের ছাতিতে ১ সেমি ছাড় পাবে।
অগ্নিবির দের ৪ বছরের জন্য নিয়োগ করা হবে । চাকরি হবে চুক্তিতে । শুরুতে ৬ মাসের মিলিটারি ট্রেনিং । ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে ।
প্রাক্তন মাইনেঃ- প্রথম বছর মাইনে ৩০.০০০ টাকা । হাতে পাবে ২১.০০০ টাকা । বাকি ৯.৯০০ টাকা অগ্নিবির করপাস ফান্ডে জমা হবে ।
দ্বিতীয় মাইনেঃ- ৩৩.০০০ টাকা । হাতে পাবে ২৩.০০০ টাকা । বাকি ৯.৯০০ টাকা অগ্নিবির করপাস ফান্ডে জমা হবে ।
তৃতীয় মাইনেঃ- ৩৫.০০০ টাকা । হাতে পাবে ২৫.০০০ টাকা । বাকি ১০.৯৫০ টাকা অগ্নিবির করপাস ফান্ডে জমা হবে ।
চতুর্থ মাইনেঃ- ৪০.০০০ টাকা । হাতে পাবে ২৮.০০০ টাকা । বাকি ১২০০০ টাকা অগ্নিবির করপাস ফান্ডে জমা হবে ।
অনান্য সুযোগ সুবিধাঃ- অগ্নিবির দের নন- কনট্রিবিউটিরি স্কিমে ৪৮ লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে । মৃত্যুকালিন দুরঘটনা হলে প্রায় ১ কোটি টাকা দেওয়া হবে ।
শরীরে ৭৫% ক্ষতি হলে ২৫ লাখ টাকা পাবে । ৫০% ক্ষতি হলে ১৫ লাখ টাকা পাবে । আছারাও রিস্কি, হার্ডশিপ, রেশন, পোষক, ভ্রমন ভাতা দেওয়া হবে ।
ছুটিঃ- ছুটি পাবে বছরে ৩০ দিন ।
এছাড়াও রিটায়েটের পর সার্টিফিকেট দেওয়া হবে এবং যে কোণ চাকরি করতে পারবেন ।
প্রাপ্য অগ্নিবীর করপাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া করপাস ফান্ডের টাকা মিলিয়ে ( সুদ-সহ) মোট প্রায় ১১ লাখ ৭১ হাজার টাকা এককালিন দেওয়া হবে, আয়করে ছাড় দেওয়া হবে ।
পরীক্ষাঃ- প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা , শরীরের মাপজোখ ও যাবতিয় প্রমান পত্র পরীক্ষা করা হবে ।
ওয়েবসাইটঃ- www. joinindianarmy. nic. in
এই ওয়েবসাইট এর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবেন ।