ভারতের সুপ্রিম কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২১০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে ।
-ঃশিক্ষাগত দিকঃ-
যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট পাশ ছেলেমেয়ে কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন । কম্পিউটার চালানোর কাজে ঞ্জান থাকতে হবে ।
-ঃপ্রাক্তন বয়সঃ-
এই কাজের জন্য বয়স হতে হবে ১-৭-২০২২ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । তপশিলি ,ও বি সি প্রতিবন্ধি ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে ।
-ঃমাইনেঃ-
এই কাজের জন্য মাইনে পাবে– ৩৫,৪০০ টাকা । এবং শুরুতে মাইনে পাবে প্রায় ৬৩,০৬৮ টাকা ।
-ঃশূন্য পদঃ-
এখন এই কাজের জন্য শূন্য পদ খোলা রয়েছে মাত্র ২১০ টি ।
-ঃজাতি বিভাগঃ-
তপশিলি জাতি , তপশিলি উপজাতি ও প্রতিবন্ধিদের জন্য যথারিতি ছাড় দেওয়া হবে ।
পরীক্ষার ফীঃ
পরিক্ষার ফী বাবদ ৫০০ টাকা । তপশিলি, প্রতিবন্ধী , ও প্রাক্তন সমরকর্মীর হলে ২৫০ টাকা ।
-ঃওয়েবসাইটঃ-
www.sci.gov.in — এর জন্য বৈধ্য একটি ই-মেল আই.ডি থাকতে হবে
আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ।