ভারতের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন নদিয়া জেলার চাকদহ ব্লক, হরিণঘাটা ব্লক, কল্যাণী ব্লক, উত্তর ২৪ পরগনা জেলার না বারাসাত মহকুমার অধীন বিভিন্ন ব্লকে, ব্যারাকপুর –। ও বনগাঁও ব্লক আর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অধীন রানীগঞ্জ ব্লকের অধীন বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য ‘আশা’ কর্মী পদে ৩৫৭ জন তরুণী নেওয়া হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক পাশ বা, মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিতা, বিধবা বা, বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন।
বয়স বিভাগঃ- কম পক্ষে ১/১/২০২২ এর হিসাবে বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ।
জাতি বিভাগঃ- তপশিলিদের বেলায় বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।
শূন্য পদঃ- চাকদহ ব্লকে ৯টি, হরিণঘাটা ব্লকে ৭টি, কল্যাণী ব্লকে ৮টি, ব্যারাকপুর -। ব্লকে ৭০টি ও ব্যারাকপুর-।। ব্লকে ৩৪টি। বনগাঁ, গাইঘাটা ও বাগদা ব্লকে ৫৪টি। বারাসাত-১, বারাসাত-২, আমডাঙ্গা, হাবড়া-১, হাবড়া-২, দেগঙ্গা, রাজারহাট ব্লকে শূন্যপদ ১৩৭টি। রানীগঞ্জ ব্লকে ২৮টি শূন্যপদ খোলা আছে।
দরখাস্তঃ- দরখাস্ত জমা দিতে হবে সংশ্লিষ্ঠ মহকুমার অফিস কিংবা বি. ডি. ও অফিসে ।
আবেদনের শেষ তারিখঃ-
চাকদহ ব্লক, হরিণঘাটা ব্লক, কল্যাণী ব্লকের শেষ তারিখ ২৭ জুন।
বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.nadia.gov.in.
ব্যারাকপুর-। ও ব্যারাকপুর-।। ব্লকের শেষ তারিখ ১০ জুন।
এবং বারাসাত মহকুমার বিভিন্ন ব্লক, যেমনঃ- বনগাঁ, গাইঘাটা ও বাগদা ব্লকের শেষ তারিখ ১০ জুন।
বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.north24parganas.gov.in
রানীগঞ্জ ব্লকের বেলায় দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন।