UPSC ‘র ন্যাশনাল ডীকেস অ্যাকাডেমি ও ন্যাভাল অ্যাকাডেমি পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি এয়ারফোসে ৪০০ জন অফিসার নিয়োগ করা হবে।
ভারতের ন্যাশনল ডিফেন্স অ্যাকাডেমি ও ন্যাভান অ্যাকাডেমি থেকে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ৩ বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে ৪০০ জন অবিবাহিত ছেলে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা স্থলবাহিনী, (আর্মি)-র জন্য আবেদন জানাতে পারে । বিমানচালক ও জাহাজচালক এর ক্ষেত্রে – ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় অন্যতম দক্ষতা থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারেন ।
আবেদনের বয়সঃ-
সমস্ত বাহিনিদের ক্ষেত্রেই জন্ম-তারিখ হতে হবে ২-১-২০০৪ থেকে ১-১-২০০৭’এর মধ্যে ।
শরীরে মাপজোকঃ-
সমস্ত পদের বেলায় লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি বয়স ও উচ্চতার অনুপাতে ৪৫ কেজি থেকে ৬৫ কেজি ওজন । দৃষ্টি শক্তি ভালো হতে হবে । এছাড়া লাল ও সবুজ রঙ আলাদাভাবে চেনার ক্ষমতা, স্বাভাবিক শ্রবনশক্তি ও সুস্বাস্থ্য থাকা দরকার।
অয়েবসাইটঃ- http://www.upsconline,nic.in
গুরুত্বপূর্ণ তথ্যঃ সমস্ত বিষয়বস্তু অপনারা অয়েবসাইটেঃ www.upsc.gov.in
আবেদনের শেষ তারিখ – ৭ জুন পর্যন্ত ।
পরীক্ষার ফী – পরিক্ষার ফী বাবদ ১০০ টাকা ।মহিলা ও তপশিলীদের কোনো ফী লাগবে না ।