কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়গিত হবে ২,২৬৬ জন ছেলে, মেয়ে

কলকাতা পুলিশ ‘কনস্টেবল’ ও লেডি  কনস্টেবল পদে ১,৬৬৬ জন ছেলেমেয়ে নেওয়ার যে খবর বেরিয়েছিল, তাতে লেডি কনস্টেবল পদে আরো ৬০০ টি শূন্যপদ বাড়ানো হয়েছে । অর্থাৎ ; কনস্টেবল  ও লেডি  কনস্টেবল  পদে ২,২৬৬ টি  শূন্যপদের জন্য এখনো দরখাস্ত নেওয়া হচ্ছে প্রার্থীদের জন্য খবর আবার নেওয়া হল ।

রাজ্য সরকার ,কেন্দ্রীয় সরকার স্বীকৃত  কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন জানাতে পারেন । এখনো আনেক শূন্য পদ রয়েছে ।

শিক্ষাগত যোগ্যতাঃ-

নিম্ননপক্ষে মাধ্যোমিক পাশ এবং উচ্চ মাধ্যোমিক পাশ  ছেলেমেয়েরা আবেদন  জানাতে পারে । এবং আরও উচ্চগতশিক্ষা জাদের আছে তারাও আবেদন জানাতে পারে ।

বিশষ তথ্যঃ-

বাংলা বলতে, পরতে , এবং লিখতে জানতে হবে ।

এবং দারজিলিং সাব-ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে । এদের ক্ষেত্রে তাদের অফিশিয়াল ভাষা  জানতে হবে ।

বয়স গত দিকঃ-

কলকাতা পুলিশ ‘কনস্টেবল’ পদের জন্য নিম্ন তম বয়স হতে হবে _’১-১-২০২২’ এর হিসাবে  ১৮ থেকে ২৭  বছরের মধ্যে । তপশিলিরা ৫ বছর ছাড় পাবে । এবং ও .বি . সি, সম্প্রদায়ের প্রার্থীরা  ৩  বছর  ছাড় পাবে ।

ছেলেদের শরীরের মাপজোখঃ-

ছেলেদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি ।

ওজন হবে অন্তত পক্ষে ৫৭ কেজি । গোর্খা , গারয়ালিস রাজবংশি ও তপশিলি উপজাতি দের  বেলায় লম্বায় ১৫০ সেমি , বুকের  ছাতি  না ফুলিয়ে  ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১  সেমি আর  ওজন থাকতে  হবে অন্তত  পক্ষে  ৫৩  কেজি ।

মেয়েদের শরীরের মাপজোখঃ-

মেয়েদের  বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত __১৬০ সেমি । ওজন হতে হবে ৪৯ কেজি । গোর্খা , গারয়ালিস রাজবংশি ও তপশিলি উপজাতি দের  বেলায় লম্বায় ১৫২  সেমি আর ওজন থাকতে হবে ৪৫ কেজি ।

যোগ্যতা গত বেতনঃ-  ২২,৭০০-৫৮,৫০০ টাকা । 

শূন্য পদঃ-

এখন ও মোট ২,২৬৬ টি । এর মধ্যে ছেলেদের জন্য ১,৪১০ টি ।

পরীক্ষার ফীঃ- পরীক্ষার ফী বাবদ ১৭০ টাকা ।

আবেদন করতে হবে আনলাইনে ।লাস্ট তারিখ ২৭ জুন । 

ওয়েবসাইটঃ-

https:// p r b . wb. gov. in. www.wbpolice. gov. in, www. kolkatapolice. gov. in

দরকারি ডকমেন্টসঃ-

নিজের বৈধ একটি  ই-মেল  আই. ডি. থাকতে হবে । পাশপোর্ট মাপের রঙ্গীন ফটো (১০-৫০ কে . বি . র মধ্যে ) ও সিগনেচার (৫-২০ কে . বি . র মধ্যে )  স্ক্যান  করে  নেবেন । ফোটোর  বাকগ্রাউন সাদা হতে হবে  ।

অন্যান্য সুবিধাঃ-

ফর্ম  পূরণ করতে কোনো অসুবিধা হলে  ফোন করুন  এই নম্বরে — ৭০৪৪১০৮৬৮৯ , ৭০৪৪১১০৯৩৪৬  ।

ই-মেল  wbprbonline@ applythruncet.  co. in

ভুল  সংসধনঃ- ১ জুলাই থেকে  ৭  জুলাইয়ের মধ্যে ।

Leave a Comment