কেন্দ্রীয় সারকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টরে কাজের জন্য স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি -I), স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি -II) ও ‘ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ‘ পদে ২৬০ জন ঘেলেমেয়ে নিচ্ছে। যেকোনো শাখার উচ্চমধ্যমিক ও ডিপ্লোমা পাশ ছেলেমেয়ে আবেদন করতে পারবেন।মোট অন্তত ৬০% নম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।এছাড়াও তপশিলীরা ৫ বছর, ও. বি. সি. ‘রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ৬০% নাম্বার নিয়ে ও ডিপ্লোমা পাশ ।
বয়সঃ
১৮ থেকে ২২ বছরের মধ্যে।
মূল মাইনেঃ
১০,৫০০ থেকে ১২,৫০০ টাকা।
পরীক্ষার ফিঃ
ক্যাটেগরি -I পদের বেলায় ১৫০ টাকা আর অন্যান্য পদের বেলায় ১০০ টাকা ।(তপশিলী, প্রতিবন্ধী ও মহিললাদের কোন ফী লাগবে না।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখঃ
৩০ এপ্রিলের মধ্যে।