ভারতের রাজধানী দিল্লিতে পুলিশ হেড কনস্টেবল ‘পদে ৮৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ – সহ সারা ভারতের প্রার্থিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । আবেদনের বয়স, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য তথ্য নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ ছেলে / মেয়ে আবেদন করতে পারেন ।
অন্যান্য যোগ্যতাঃ-
কম্পিউটাররে টাইপিং এ হাতের গতি থাকতে হবে ১ মিনিটে ৩০টি ইংরেজী শব্দ টাইপ করতে হবে ।
বয়সঃ-
এই পদের আবেদনের জন্য বয়স হতে হবে ১-১-২০২২’র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । তপশিলি জাতি ও তপশীলি উপজাতিদের জন্য ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে ।
শরীরের মাপজোকঃ-
এই পদের জন্য মেয়েদের লম্বা হতেহবে ১৫৭ সেমি এবং দৃষ্টি শক্তি ভালো হতে হবে । এবং ছেলেদের বেলায় হতে হবে ১৬৫ সেমি।
আবেদন করতে হবে অনলাইনে ।
আবেদনের তারিখ ১৬ জুন থেকে ১৮ জুন এর মধ্যে ।
পরীক্ষার ফিঃ-
পরীক্ষার ফী বাবদ ১০০ টাকা । তপশিলি, মহিলা ও প্রাক্তন সদরকর্মীদের কোন ফী লাগবে না । তারা সম্পূর্ণ বিনামুল্যে আবেদন করতে পারবেন।
অন্যন্য তথ্যঃ
আরও বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
ওয়েবসাইট– http://ssc.nic.in