ভারতের রাজধানী দিল্লি হাই কোর্টে বিচারক পদে কাজের জন্য ১২৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। আইন বিভাগে স্নাতক পাশ ছেলে মেয়ে আবেদন করতে পারবেন নাম্বারের কোন ধরাবাঁধা নেই। এখানে তপশিলি অথবা তপশিলি উপজাতিদেও একাই নিয়ম ।এছাড়া অতিরিক্ত অভিজ্ঞতা হিসেবে অ্যাডভোকেট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোন নাম্বার নিয়ে আইন ডিগ্রি কোর্স পাশ হতে হবে ।
বয়সঃ
বয়স হতে হবে ১-১-২০২২ ‘র হিসাবে ৩২ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন ।
মূল মাইনেঃ
৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা ।
অতিরিক্ত যোগ্যতাঃ
অতিরিক্ত জ্ঞান হিসেবে অ্যাডভোকেট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পরীক্ষার ফিঃ
পরীক্ষার ফি বাবদ ১,০০০ টাকা লাগবে। তপশিলি এবং প্রতিবন্ধী হলে পরীক্ষার ফি ২০০ টাকা লাগবে।
আবেদন পদ্ধতি-
শুধু মাত্র অনলাইনে আবেদন নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখঃ
২০ মার্চের মধ্যে ।
ওয়েবসাইটঃ https:// www.delhihighcourt.nic.in
যোগাযোগ –
Address: Registrar General,
Delhi High Court, Sher Shah Road,
New Delhi – 110503