পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে(Punjab National Bank) সাব-আর্ডিনেট ক্যাডারে পিওন পদে ৪৩ জন ছেলেমেয়ে নিচ্ছে। উচ্চমাধ্যমিক পাশ হলে ছেলে মেয়ে সব সার্কেলে আবেদন করতে পারবেন। তপশিলিরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর ছাড় পাবে ও প্রতিবন্ধীরা জথারিতি বয়সে ছের পাবেন। এছারাও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইংরিজিতে লিখতে ও পরতে দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
বিভিন্ন সার্কেলের উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়ে যোগ্যতা ।
বয়সঃ
০১-০১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
অতিরিক্ত যোগ্যতাঃ
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইংরিজিতে লিখতে ও পরতে দক্ষতা থাকতে হবে।
পরীক্ষার ফিঃ
আবেদনের তারিখঃ
২৫ মার্চের মধ্যে।
ওয়েবসাইটঃ