পাটনা হাই কোর্টে স্টেনোগ্রাফার পদে ১২৯ জন ছেলেমেয়ে নিচ্ছে।এবং যেকোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। এখনে নাম্বারের কোন উল্লেখ্য নেই । যেকোনো নাম্বার নিয়ে পাশ করলে আবেদন করতে পারবেন। এছারাও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইংরাজি টাইপিংএর সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনর ৬ মাসের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ।
বয়সঃ
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।
অতিরিক্ত যোগ্যতাঃ
অতিরিক্ত জ্ঞান হিসেবে ইংরিজি টাইপিংয়ের সার্টিফিকেট , কম্পিউটার অ্যাপ্লিকেশনর ৬ মাসের সার্টিফিকেট, এবং ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
মূল মাইনেঃ
২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা ।