পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ ও জামালপুর ওয়ার্কশপ ‘অ্যাপ্রেন্টিস হিসাবে ২,৯৭২ জন লোক নিচ্ছে।যেকোনো শাখা থেকে মাধ্যমিক ও আই টি আই পাশ ছেলেমেয়ে আবদেন করতে পারবেন। মোট অন্তত ৫০% নাম্বর নিয়া মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর ও বি সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখা থেকে মাধ্যমিক বা আই টি আই ৫০ % নাম্বার নিয়ে পাশ করে থেক্লে যোগ্য।
বয়সঃ
বয়স হতে হবে ১০-০৫-২০২২ এর হিসাবে ১৫ থেকে ২৪ বছর এর মধ্যে
পরীক্ষার ফিঃ
পরীক্ষার ফী বাবদ ১০০ টাকা । তপশিলি প্রতিবন্ধী ও মহিলা দের কোণ ফী লাগবেনা ।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখঃ ১১ এপ্রিল থেকে ১০ মে এর মধ্যে।