স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার পদে গ্রেড এ জেনারেল স্ত্রিম পদে ১০০ জন লোক নিচ্ছে।যেকোন শাখায় গ্র্যাজুয়েট (B.A Pass) পাশ এবং ৬০% নাম্বার নিয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। তপশিলি হলে ৫৫% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন। এছারাও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে আইন ডিগ্রি পাশ / ইঙ্গিনিয়ারিং ডিগ্রি পাশ এবং যেকোনো শাখার মাস্টার ডিগ্রি কোর্স পাশ থাকলে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
৬০% নাম্বার নিয়ে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশ। তপশিলি হলে ৫৫% নাম্বার লাগবে ।
বয়সঃ
০৪/০৩/২০২২ এর হিসাবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর, ওবিসি হলে ৩ বছর বয়সে ছাড় পাবেন ।
মূল মাইনেঃ ২৮,১৫০ থেকে ৫৫,৬০০ টাকা ।
অতিরিক্ত যোগ্যতাঃ
অতিরিক্ত জ্ঞান হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অ্যাকাউন্ট্যান্সি, কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্স ও প.এচ.ডি করা থাকলে যোগ্য।
পরীক্ষার ফিঃ
পরীক্ষা ফি বাবদ ১,১০০ টাকা লাগবে। তপশিলি, প্রতিবন্দী হলে ১৭৫ টাকা।
পরীক্ষার ফি Online Payment করতে হবে।
আবেদনের তারিখঃ
আবেদন করতে হবে Online, ২৪ মার্চের মধ্যে।
ওয়েবসাইটঃ www.sidbi.in