ভারতীয় নেভিতে সিনিয়ার সেকেন্ডারি রিক্রুটস স্কিমে ২,০০০ জন নাবিক ও আর্টিফিশার আপ্রেন্টিস স্কিমে ৫০০ জন ছেলে নিচ্ছে। এছারাও যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা অঙ্ক ও ফিজিক্স বিষয়ে মোট ৬০% নম্বর পেলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ০১-০৮-২০০২থেকে ৩১-০৭-২০০৫ এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ এবং ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য ।
বয়সঃ
০১-০৮-২০০২ থেকে ৩১-০৭-২০০৫’এর মধ্যে।
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতাঃ
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে অঙ্ক ও ফিজিক্স বিষয় কম্পিউটার সায়েন্স এ জ্ঞান থাকা উচিত।
মূল মাইনেঃভারতীয়
২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের তারিখঃ
২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত