মালদা জেলার মালদা সাব-ডিভিশনাল অফিসারে অধীন ১০৮ টি ব্লকের উপস্থাস্থ্য কেন্দ্র কাজের জন্য ‘আশা কর্মী’ পদে ১০৮ জন ও চাঁচল সাব-দিভিশনাল অফিসারের অধিনে ৬৯ টি ব্লকের উপস্থাস্থ্য কেন্দ্র কাজের জন্য ‘আশা’ কর্মী পদে ৬৯ জন তরুনী কে নেওয়া হচ্ছে । কারা আবেদনের যোগ্যঃ
শিক্ষা গত দিকঃ- যেকোনো শাখা থেকে মাধ্যমিক পাশ বা, মাধ্যমিক অকৃতকার্থ বিবাহিতা আবেদন করতে পারেন ।
প্রয়োজন গত জিনিসঃ- উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখস্ত করবেন ।
বয়স বিভাগঃ- নিম্ন পক্ষে বয়স হতে হবে ১/৭/২০২২- এর হিসাবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ।
জরুরি সুচনাঃ- অবেদনকারি পার্থীদের সংশ্লিষ্ঠ গ্রাম ও উপস্থাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
এই পদের বিঞ্জপ্তি নং – 1690 – xiv / 1 / 2022-23 dated 05/ 07 / 2022
দরখস্ত করবেন অনলাইনে, ১৬ জুলাইয়ের মধ্যে ।
ওয়েবসাইটঃ- www . wbhealth . gov. in : www. malda. gov. in-এ